বড়দরগাহ্ ইউনিয়নে প্রধান ফসল হল ধান। প্রতিটি গ্রামে মোটামুটি ভাল ধান চাষ হয়ে থাকে। বলা যায় ধান চাষের জন্য অত্র ইউনিয়ন জমি যথেষ্ট উপযুগি। বাতারা বাড়ী ও আম তলা পাতারে ফসলে ছবি প্রদর্শন করা হল। বর্তমানে সবুজ মনরমে ধানক্ষেতের ছবি কথা বলে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস