৩নং বড়দরগাহ্ ইউনিয়ন পরিষদ নামকরনের পিছনে কারন হলঃ
যেখানে আল্লাহ্ তালার প্রিয় বান্দার ইসলাম প্রচার করার সক্ষে পৃথিবীর বুকে ছড়িয়ে পরে এক সময় তাদের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে আল্লাহর রহমতে তাদের কবর সৃষ্টি হয়, সে জায়গাকে দরগাহ্ হিসাবে পরিচিতি পায় তারে নিদর্শন স্বরুপ আমাদের এখানে প্রিয় বান্দার নামে দরগাহ্ নাম করন করা হয়। কিন্তু বিভিন্ন জায়গায় দরগাহ্ নামক স্থান থাকায় স্থানীয় মুরব্বীগণ পরামর্শ ক্রমে, বড়দরগাহ্ নামে পরিচিতি পায়। এরই ধারাবাহিকতায় ৩নং বড়দরগাহ্ ইউনিয়ন পরিষদ স্থাপিত হয়।
বড়দরগাহ্ শাহ ইসমাইল গাজী (রহঃ)
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এবং চার খলিফা ইন্তেকালের পর, ইসলাম ধর্মকে সারা পৃথিবীতে প্রচার করার সক্ষে ধর্মভীরত আল্লাহ প্রিয় নেক বান্দারা ছড়িয়ে পড়েন। এমনি এক আল্লাহর প্রিয়ও বান্দা হয়রত শাহ্ ইসমাইল গাজী (রহঃ)মাজার শরীফটি পীরগঞ্জ উপজেলার ৩নং বড়দরগাহ্ বিশ্বরোড সংলগ্নে অবস্থিত।
বড়িয়ার মুঘল আমলের মসজিদের কারন সমুহঃ
মহান সৃষ্টি কর্তা সারা পৃথিবী সৃষ্টি করেছেন তা আমাদেরকে উপলব্ধি করার জন্য পৃথিবীর বুকে আল্লাহর ইবাদত বন্দেগী করার বেশ কিছু মসজিদ সৃষ্টি করেছেন, যা কবে কখন পৃথিবীর কোন মানুষ বলতে পারবেনা। এই নির্দশন থেকে বোঝা যায় আল্লাহ্-তালা ছিলেন, আছেন এবং চিরকাল থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস