Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

রক্ষানাবেক্ষণ কর্মি

৩ নং বড়দরগাহ্ ইউনিয়ন পরিষদ

পীরগঞ্জ, রংপুর।

 

‘‘নিয়োগ বিজ্ঞপ্তি’’

                                                                             তারিখঃ ১৮/০৮/২০১৩ ইং

 

এতদ্বারা অত্র ইউনিয়নের দু:স্থ ও গরীব মহিলাদের অবগতির জন্য জানান যাইতেছে যে, আর ই আর এমপি-২ এর আওতায় অত্র ইউনিয়নে মেরামত ও রক্ষণা বেবেক্ষনের জন্য কিছু সংখ্যক দু:স্থ মহিলা নিমেণ লেখিত শর্ত সাপেক্ষে নিয়োগ করা হইবে।

 

আগ্রহী দু:স্থ্য ও গরীব মহিলাদের আগামী ২৭-০৮-২০১৩ ইং তারিখ রোজ মঙ্গলবার বেলা ১০:০০ ঘটিকার সময় জাতীয় পরিচয় পত্রসহ-৩ নংবড়দরগাহ্ ইউনিয়ন পরিষদ মাঠে উপস্থিত হওয়ার জন্য বলা হইল।

 

v      শর্ত সমূহঃ

1)     প্রাথীদের ভূমি হীন বা ০.০৫ শতকের নীচে জমি থাকতে হবে।

2)    প্রাথীদের শারীরিক ভাবে মাঠির কাজ করার ক্ষমতা থাকতে হবে।

3)   প্রার্থীদের ১৮ বৎসর হতে ৩৫ বৎসরের মধ্যে বয়স হতে হবে।

4)     প্রার্থীদের অবশ্যই অত্র ইউনিয়নের বাসিন্দা হতে হবে।

5)    আর ই আর এম পি-১ম পর্যায়ের কর্মী, ই,আর প্রকল্পের কর্মী- এফ,এস, ইউ, পি অথবা ভি,জি,ডি ইত্যাদি প্রকল্পে যারা বিগত দুই বছরের মধ্যে সহায়তা পেয়েছেন, তারা নিয়োগ প্রাপ্তির যোগ্য হবে না।

 

আহ্বানে-

 

 

চেয়ারম্যান

মোঃ সরোয়ার জাহান

৩ নং বড়দরগাহ্ ইউনিয়ন পরিষদ

পীরগঞ্জ, রংপুর।