বিসমিল্লাহির রাহমানির রাহিম।
“দিন বদলের বইছে হাওয়া-ডিজিটাল বাংলাদেশ আমাদের চাওয়া”
মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা’র নিবাচনী অঙ্গিকার সমগ্র বাংলাদেশকে
ডিজিলাইজড করা।
ভিশন২০২১ অর্জনের লক্ষ্যে ৩নং বড়দরগাহ্ ইউনিয়নে ডিজিটাল তথ্য ও সেবা কেন্দ্র চালু হয়েছে।
নির্ধারিত সেবা মুল্যের বিনিময়ে সেবা গুলি এখন আপনার হাতের নাগালের মধ্যেঃ
Ø ইন্টারনেটের মাধ্যেমে দেশ-বিদেশে ই-মেইল করা যায় ও নিজস্ব ই-মেইল একাঊন্ট খোলা যায়।
Ø ডি্জিটাল ক্যামেরা দিয়ে ছবি তোলা ও ল্যামেনিটিং করা হয়।
Ø সকল প্রকার ছবি ও সনদ পত্র লিমেনেটিং করা হয়।
Ø বাংলা ও ইংরেজীতে জন্ম সনদ ও অন্যান্য সকল সনদ দেওয়া হয়।
Ø সরকারী,বে-সরকারী সকল প্রকার ফরম ডাউনলোড করে প্রিন্ট করে দেওয়া হয়।
Ø সকল প্রকার কম্পিউটার কম্পোজ ও প্রিন্ট করা হয় ।
Ø দেশ-বিদেশে ভিডিও চিত্রের মাধ্যেমে কথা বলা যায়। (একে অপরের ছবি দেখবে)
Ø কৃষি বিষয়ক সকল সেবাদান,
Ø ফটোকপি করা হয়।
Ø শিক্ষা সংক্রান্ত যাবতীয় সেবা,
Ø ইন্টারনেটের মাধ্যেমে পরীক্ষার ফলাফল দেওয়া হয়।
Ø কর্ম সংস্থান তথ্য প্রদান,
Ø স্বাস্থ্য সেবা প্রদান,
Ø বিভিন্ন বানিজ্যক তথ্য সেবা,
Ø বর্তমান বাজার দর।
Ø bkash এর মাধ্যেমে দেশ-বিদেশ টাকা লেন-দেন করা যায়।
বিষয়টি বহুল প্রচারের জন্য আপনার সাবিক সহোযোগিতা কামনা করছি।
যোগাযোগের ঠিকানাঃ
মোঃ সনজিদুল ইসলাম
পরিচালক,
ইউ,আই,এস,সি
৩নং বড়দরগাহ্,পীরগঞ্জ,রংপুর।
মোবাঃ01737492601.
E-mail: borodargahup2010@gmail.com
Skype:sanjidul.
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস