Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
কৃষি সমৃদ্ধি
বিস্তারিত

৩নং বড়দরগাহ্ ইউনিয়ন কৃষি পরিবেশ এলাকা (এইজেড) ৩নং ও ২৭ নং এর অর্ন্তভূক্ত। এ এলাকার মাটি বেলে দোআশ ও এটেল দোআশ প্রকৃতির। ধান, গম, পাট, সরিষা, আখ, সবজি,কলা,কচু ও আলু ইত্যাদি এই ইউনিয়নের প্রধান প্রধান ফসল। এ এলাকার অধিকাংশ জমিতে বছরে ৩বার ফসল উৎপাদন হয়ে থাকে। বর্তমানে আলু, কলা, মূখী কচু, ও বিভিন্ন ধরনের সবজি উৎপাদন উল্লেখযোগ্য হারে বেড়েছে যার সুনাম সারাদেশে ছড়িয়ে পরেছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগীতায় ও পরামর্শে ইউনিয়ের চাষীরা আধুনিক প্রযুক্তিতে অধিক উৎপাদনশীল ও বিষ মুক্ত কৃষি পণ্য উৎপাদন করছেন। এ ইউণিয়নের খাদ্য উৎপাদনে অনেক বেড়েছে।